কুষ্টিয়ায় তিনজনকে গুলি করে হত্যার ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন

|

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ায় গুলি করে তিনজনকে হত্যার ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে ঘটনা তদন্তে গঠিত হয়েছে আলাদা দুইটি তদন্ত কমিটি।

রোববার (১৩ জুন) কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে এক নারী, তার শিশু ও এক যুবককে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় পুলিশের এএসআই সৌমেন রায়কে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় মামলা দায়ের করেছেন নিহত যুবক শাকিলের বাবা মেজবার রহমান। রোববার রাতে মামলাটি দায়ের করা হয়।

এদিকে চাঞ্চল্যকর এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সৌমেন রায়কে।

কুষ্টিয়া জেলা পুলিশ জানিয়েছে, অভিযুক্ত পুলিশ কর্মকর্তা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরকারিভাবে বরাদ্দকৃত পিস্তল দিয়ে তিনজনকে হত্যার কথা স্বীকার করেছে।

নিহতদের লাশ ময়নাতদন্ত শেষে আজ পরিবারের কাছে হস্তান্তর করার কথা রয়েছে।

এর আগে রোববার দুপুরে কুষ্টিয়া শহরের কাস্টমস মোড়ে পুলিশের এএসআই সৌমেন রায় তার দ্বিতীয় স্ত্রী আসমা খাতুন, আসমার ছেলে রবিন ও শাকিল নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা করে। ঘটনার পরপরই অভিযুক্ত পুলিশ কর্মকর্তা সৌমেন রায়কে আটক করে কুষ্টিয়া জেলা পুলিশের সদস্যরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply