আমস্টারডামে রোমাঞ্চে ভরা ম্যাচ জিতলো নেদারল্যান্ড

|

আমস্টারডাম এরিনায় নেদারল্যান্ড বনাম ইউক্রেনের খেলার নির্ধারিত সময় বাকি ১৫ মিনিট, তখনও ২ গোলে পিছিয়ে ছিল ইউক্রেন। তারপর ৪ মিনিটের ব্যবধানে নেদারল্যান্ডকে ২ গোল শোধ দিয়ে খেলায় আনে সমতা। তখনও বুঝা যাচ্ছিলো না ম্যাচটি ড্র হবে নাকি কোন একদল জিতবে। শেষমেশ ৮৫ মিনিটে ৩য় গোল দিয়ে ইউরো ২০২০’র গ্রুপ পর্বের প্রথম ম্যাচ জিতে নেয় নেদারল্যান্ড।

ম্যাচের শুরুতে ইউক্রেনের দারুন এক আক্রমণের পর পাল্টা-আক্রমণ থেকে মেম্ফিস ডিপাই গোল পেয়েই গিয়েছিলেন। কিন্তু গোলকিপারের নৈপুণ্যে সেই যাত্রায় বেঁচে যায় ইউক্রেন। এরপর ডাচরা বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া করায় গোলশুন্য অবস্থায় শেষ হয় ৪৫ মিনিট।

প্রথমার্ধ গোলশুন্য শেষ হওয়া ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিলো রোমাঞ্চে ভরপুর। ডাচরা প্রথম গোলের দেখা পায় ৫২ মিনিটে। গোল করেন ইউজনালডম। ৬ মিনিটের ব্যবধানে ওয়েগহর্স্টের গোলে লিড দ্বিগুন করে তারা। তারপর ৭৫ থেকে ৭৯, চার মিনিটে ২ গোল করে ঘুরে দাড়ায় ইউক্রেন। গোল করেন আন্দ্রি ও রোমান। ৮৫ মিনিটে ইউক্রেনের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন ডামপ্রাইস। তার গোলে ৩-২ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ৭ বছর পর বড় মঞ্চে ফেরা নেদারল্যান্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply