বিশ্বজুড়ে করোনায় আরও প্রায় সাড়ে ৯ হাজার প্রাণহানি

|

ছবি: প্রতীকী

বিশ্বজুড়ে আরও প্রায় সাড়ে ৯ হাজার প্রাণ গেলো করোনাভাইরাসে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে ৩ লাখের কাছাকাছি।

দৈনিক প্রাণহানিতে আবারও শীর্ষে ব্রাজিল। শনিবার দেশটিতে ২ হাজারের বেশি মৃত্যু হয় করোনাভাইরাসে। নতুন আক্রান্ত শনাক্তের সংখ্যা ৭৫ হাজার ৮শ’র কাছাকাছি। এদিন ৫৭৭ জনের মৃত্যু হয়েছে কলম্বিয়ায়। দেশটিতে একদিনে ৭৫ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-১৯।

এক দিনে সাড়ে চারশ’র মতো মৃত্যু হয়েছে আর্জেন্টিনায়। আরেক লাতিন দেশ পেরুতে দৈনিক প্রাণহানি সাড়ে তিনশ’র কাছাকাছি।

এদিকে, মহামারিতে বিশ্বে মোট প্রাণহানি ৩৮ লাখ ১০ হাজার ছুঁই ছুঁই। মোট আক্রান্ত হয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ৭৭ হাজারের বেশি মানুষ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply