ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আগে থেকেই অপেক্ষা

|

বায়ান্নর ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিসহ চত্বর, সামনের সড়কে লেগেছে নতুন রংয়ের আলপনা। রাতে শ্রদ্ধা জানাতে আগে থেকেই রাস্তায় অপেক্ষা করছে বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

শহীদ মিনারের আশে পাশে ঘুরে দেখা যায় যে, শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের যাওয়ার রাস্তায় বিভিন্ন সংগঠনের ব্যানার রেখে বসে আছেন অনেকে। কেউ আবার ব্যানারের ওপর শুয়ে আছেন। আবার অনেকে জায়গা দখল করে ব্যানারের ওপর বসে তাস খেলছেন। চলছে আড্ডা। কেউ আবার খেলছেন লুডু।

এদিকে শহীদ মিনারে যাওয়ার রাস্তার দুপাশের দেয়ালে তুলে ধরা হয়েছে বিখ্যাত লেখকদের বাণী। বিকেল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার কয়েকটি সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো এলাকা।

 

টহল, চেকপোস্ট, পর্যবেক্ষণ টাওয়ার, ডগ স্কোয়াড, বোম্ব ডিসপোজাল ইউনিট, আর্চওয়ে, সিসিটিভি দিয়ে নিরাপত্তার জালে ঘিরে ফেলা হয়েছে পুরো এলাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply