এবারও হজে যেতে পারছে না বাংলাদেশিরা

|

সৌদি আরবের সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোনো দেশের হজযাত্রীরা হজে অংশগ্রহণের সুযোগ পাবে না। শুধু সৌদি আরবের নাগরিক এবং সেখানে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে। ফলে বাংলাদেশ থেকে এবারও কেউ হজের উদ্দেশ্যে সৌদি যেতে পারছে না।

কর্তৃপক্ষ জানিয়েছে এবছর মোট ৬০ হাজার লোক হজ করার সুযোগ পাবে। মহামারীর আগে হজে অন্তত ২৫ লাখ মানুষ অংশগ্রহণ করতো। সৌদি কর্তৃপক্ষের লক্ষ্য ছিলো ২০২০ সাল নাগাদ তারা হজযাত্রীর সংখ্যা দুই কোটিতে উন্নীত করবে।

সেখানে সীমিত পরিসরে হজ উদযাপন করায় হজখাত থেকে সৌদির আয় কয়েকগুণ কমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply