দেশ জুড়ে রবি’র ফোর-জি সেবা চালু

|

দেশের ৬৪ জেলা সদরে একযোগে ফোর-জি সেবা চালু করেছে দেশের অন্যতম শীর্ষ মোবাইল ফোন অপারেটর রবি। এর মধ্য দিয়ে, ফোর-জি সেবায় যোগ হল নতুন মাত্রা।

মঙ্গলবার রবি’র ফোর-জি সেবার আনুষ্ঠানিক উদবোধন করেন আইসিটি মন্ত্রী মোস্তফা জব্বার। অন্য যে কোনো অপারেটরের তুলনায়, দেশের সর্বাধিক স্থানে এ সেবা পৌঁছে দিল রবি।

গ্রাহক অনুপাতে প্রতিযোগিদের তুলনায় বেশি তরঙ্গ নিয়ে, সেরা ইন্টারনেট স্পিড ও নিরবচ্ছিন্ন কাভারেজ দেবার প্রতিশ্রুতি দিয়েছে রবি। সবচেয়ে আকর্ষণীয় অফার, থ্রি-জি’র দামেই ফোর-জি সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

ফোর জি সেবা পেতে, রবি গ্রাহকদের সিম ও স্মার্টফোন ফোর-জি উপযোগী হতে হবে। এক্ষেত্রে “স্টার ওয়ান-টু-থ্রী স্টার ফোর ফোর হ্যাশ” ডায়াল করে গ্রাহকরা জেনে নিতে পারবেন, তাদের সিম ও স্মার্ট ফোন ফোর-জি উপযোগী কিনা।

রবির সাত শ্রেণির গ্রাহকের মধ্যে, শীর্ষ পাঁচ শ্রেণির গ্রাহককে সিম রিপ্লেস করতে কোনো চার্জ দিতে হবে না। পাশাপাশি গ্রাহকদের জন্যে ফোর-জি উপযোগী বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোনও বাজারে এনেছে রবি।

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply