ইথিওপিয়ার সাড়ে ৩ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে: জাতিসংঘ

|

ইথিওপিয়ার সাড়ে ৩ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে: জাতিসংঘ

রাজনৈতিক ও জাতিগত সংঘাতে ইথিওপিয়ার সাড়ে ৩ লাখ মানুষ দুর্ভিক্ষের কবলে পড়েছে। নতুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে জাতিসংঘ। এতে সংঘাত কবলিত টিগ্রে অঞ্চলের সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধপীড়িত অঞ্চলটির অর্থনৈতিক অবকাঠামো ভেঙে পড়েছে। সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না দাতাগোষ্ঠীর সহায়তা। ফলে দুর্ভিক্ষের কবলে পড়েছেন সাড়ে তিনলাখ মানুষ। দীর্ঘদিন ধরে চলা সংঘাতের কারণে, বাস্তচ্যুত হয়েছেন ১৭ লাখ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে খাদ্য ও কৃষি সহায়তা সরবরাহ করতে তাগিদ দেয়া হয় প্রতিবেদনে।

দীর্ঘদিন ধরেই ইথিওপিয়ার সরকারি বাহিনীর সাথে সংঘাত চলছে, টিগ্রে অঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোর।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply