ভয়াবহ বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য

|

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য। গত বুধবার (৯ জুন) রাত থেকে ঝড়ের তাণ্ডবে সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যার।

ঘণ্টায় ১১৯ কিলোমিটার বেগে ঝড়টি আঘাত হানে ভূখণ্ডে। কর্তৃপক্ষ বলছে, অন্তত ২ লাখ ঘরবাড়ি এবং স্থাপনায় বিদ্যুৎ সংযোগ বিছিন্ন। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বন্যার পানির স্রোতে ভেসে গেছে দুই শতাধিক ঘরবাড়ি। গাছ-বৈদ্যুতিক খুঁটি ভেঙে ব্যাহত যোগাযোগ ব্যবস্থা। দুর্গত এলাকায় আটকা পড়াদের উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

এদিকে নিউ সাউথ ওয়েলস রাজ্যে হচ্ছে তীব্র তুষারপাত। পুরু বরফে ঢেকে গেছে চারপাশ। কমপক্ষে ১২শ’ ঘরবাড়ি ও স্থাপনার বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply