খালেদা জিয়ার আইনজীবীদের দফায় দফায় বৈঠক

|

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ মামলায় আদালতের পর্যবেক্ষণ অসত্য বলে অভিযোগ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। মঙ্গলবার সকালে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজার বিরুদ্ধে আপিল আবেদনের প্রস্তুতি বৈঠক করেন বিএনপিপন্থী আইনজীবীরা। সেখান থেকে বের হয়ে এমন মন্তব্য করেন তারা।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আইনজীবী সমিতির ভবনের দক্ষিণ হলে সাড়ে ১০টায় তারা প্রথম দফায় বৈঠকে বসেন বিএনপিপন্থী আইনজীবীরা। এরপর দ্বিতীয় দফায় তারা বৈঠকে বসেন দুপুর সাড়ে ১২টা ৩৫ মিনিটে।

ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আইনজীবী সানাউল্লাহ মিয়া প্রমুখ।

কোন আদালতে আপিল করা হবে তা নির্ধারণের জন্য আলোচনায় বসেন আইনজীবীরা। আইনজীবী জয়নুল আবেদিন বলেন, রায়ের যে পর্যবেক্ষণ দেয়া হয়েছে তা অসত্য। এদিকে, খালেদা জিয়ার আপিল আবেদন মোকাবেলার জন্য দুদক প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন আইনীজীবী খুরশীদ আলম খান। বলেন, দুদকের আইনজীবীরা ইতিমধ্যে রায়ের কপি পর্যালোচনা করেছেন।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply