সিরিয়ায় যৌথ অভিযানে অন্তত ৯৪ জনের প্রাণহানি

|

সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত ঘৌটায় রুশ ও আসাদ বাহিনীর অভিযানে একদিনে প্রাণ গেছে কমপক্ষে ৯৪ জনের। সোমবার, বিষয়টি নিশ্চিত করে পর্যবেক্ষক সংস্থা- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

তাদের দাবি, একযোগে বিমান ও রকেট হামলা এবং গোলাবর্ষণে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩২৫ জন। তাদের প্রাথমিক চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় সেবা কেন্দ্রগুলো। দেশটির সেনাবাহিনী বা রাশিয়ার তরফ থেকে অভিযানের কোনো বিবৃতি পাওয়া যায়নি।

তবে, দামেস্ক প্রশাসন বলছে- বিদ্রোহীরাই ছিলো এর মূল লক্ষ্য। বেশ কয়েকদিন ঘৌটার বিভিন্ন গোপন আস্তানায় এ তৎপরতা চলবে বলেও নিশ্চিত করে সরকার। জাতিসংঘের স্থানীয় সমন্বয়ক সংস্থাও অভিযানের সত্যতা জানিয়েছে। একইসাথে, তাদের অভিযোগ- ধারাবাহিক হামলার কারণে আটকা পড়া নাগরিকদের উদ্ধার বা আহতদের চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে না। পৌঁছানো যাচ্ছে না জরুরি ত্রাণ সহায়তা। এর ফলে, ঘৌটার পশ্চিমাঞ্চলে আশঙ্কাজনক হারে বাড়ছে অপুষ্টি।

যমুনা অনলাইন: এমআইআর/টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply