কোপার আকাশে আবারও শঙ্কার মেঘ

|

মাঠে গড়ানোর দিন পাঁচেক আগে আবারও শঙ্কার মুখে কোপা আমেরিকা। গত মঙ্গলবার (৮ জুন) ব্রাজিলের সুপ্রিম কোর্ট জানিয়েছে, বিপজ্জনক এই সময়ে টুর্নামেন্টের আয়োজন বন্ধ করার বিষয়টি তারা বিবেচনা করছে। এর সাথে ব্রাজিল ফুটবল দলও জানিয়েছে যে তারা আগে থেকেই করোনাকালীন সময়ে এই আয়োজনের বিপক্ষে।

ব্রাজিলের সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোপা আমেরিকা স্থগিতের দুটি আবেদন পর্যালোচনার পর রায় দেয়া হবে বৃহষ্পতিবার (১০ জুন)।

প্রধান বিচারপতি লুইজ ফাকজ জানান, মামলাটির ধরন কিছুটা ব্যতিক্রম হবার কারণে ১১ সদস্যের পূর্ণ আদালতকে একটি ভার্চুয়াল অধিবেশনে বিষয়টির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

সুপ্রিম কোর্টের ঘোষণার কয়েক ঘণ্টা পরে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড়রা বলেন যে তারা টুর্নামেন্টটি অনুষ্ঠিত হওয়ার বিপক্ষে, তবে তারা টুর্নামেন্ট বয়কট করার পরিকল্পনাও করছেন না। সোশ্যাল মিডিয়ায় এক যৌথ বিবৃতিতে খেলোয়াড়রা বলেছেন, আমরা কোপা আমেরিকা আয়োজনের বিপক্ষে, তবে আমরা কখনই ব্রাজিলের জাতীয় দলকে ‘না’ বলব না।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply