১০০০০ মিটারে বিশ্বরেকর্ড গড়লেন লেতেসেনবেত-গিদে

|

দুই দিনের ব্যবধানে আবারও ভাঙলো নারীদের ১০ হাজার মিটারের রেকর্ড। দুরপাল্লার দৌড়বিদ লেতেসেনবেত-গিদে ২৯ মিনিট এক দশমিক ০৩ সেকেন্ডে পারি দেন এই পথ। নেদারল্যান্ডসের হ্যাঙেলোতে অলিম্পিক ট্রায়ালে মাত্র দু’ দিনের পুরনো রেকর্ডটি ভাঙেন ইথিওপিয়ার এই দৌড়বিদ। নতুন এই রেকর্ড পূর্বের রেকর্ডের চেয়ে ৫ সেকেন্ড কম।

গিদের দখলে এখন ২টি বিশ্ব রেকর্ড। ৫০০০ মিটারের বিশ্ব রেকর্ডটি স্পেনের ভ্যালেন্সিয়ার ভাঙেন তিনি গত বছরের অক্টোবরে। এর মাধ্যমে নরওয়ের ইনগ্রিড ক্রিস্টেনসেনের পর গিদেই হলেন প্রথম নারী যিনি ৫০০০ ও ১০০০০ মিটারের দুটো বিশ্ব রেকর্ডই নিজের করায়ত্তে নিলেন। পুরস্কার হাতে নিয়ে গিদে নতুন করে ঘোষণা দেন যে অচিরেই তিনি এই রেকর্ডটিও টপকাবেন।

এর আগে গত সোমবার (৭ জুন) স্বাগতিক নেদারল্যান্ডসের সিফান হাসান পিছনে ফেলেন পাঁচ বছরের পুরনো রেকর্ড। সে সময় তিনি ২৯ মিনিট ৬ দশমিক ৮২ সেকেন্ড সময় নিয়ে গড়েছিলেন বিশ্ব রেকর্ড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply