কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের পদ শূন্য ঘােষণা

|

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামােড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের পদ শূন্য ঘােষণা করা হয়েছে। গত রোববার (৬ জুন) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মাে. আবু জাফর রিপন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদ শুন্য ঘোষণা করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, ভাঙ্গামােড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর বিরুদ্ধে ভিজিএফ, ভিজিডি, এডিপি নিয়ে দুর্নীতির অভিযোগসহ বিভিন্ন অনিয়মের প্রেক্ষিতে অনাস্থা প্রস্তাব আনেন পরিষদের ১১ জন সদস্য। তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রশাসন গােপন ব্যালটের মাধ্যমে অনাস্থা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভােট আয়োজন করে। সেখানে দুই-তৃতীয়াংশের বেশি ভােট যায় চেয়ারম্যানের বিরুদ্ধে। প্রশাসন এ সংক্রান্ত একটি প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠালে ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শূন্য ঘােষণা করা হয়।

চেয়ারম্যান লুৎফর রহমান বাবু তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, হেয় প্রতিপন্ন করার জন্য ইউপি সদস্যরা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে অভিযােগ করেছে।

এ ব্যাপারে বিধি মােতাবেক পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন দাস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply