ভোটেকন্দ্রে মানুষের কাটা মাথা ছুড়ে নির্বাচন পণ্ড করার চেষ্টা মেক্সিকোতে

|

ইনসাইডারের ছবি।

মেক্সিকোর অন্তর্বর্তীকালীন নির্বাচন চলাকালীন একটি কেন্দ্রে মানুষের কাটা মাথা নিক্ষেপ করে নির্বাচন পণ্ড করার চেষ্টা করা হয়েছে। এছাড়াও কেন্দ্রের কাছেই একটি পলিথিন ব্যাগে মানুষের বিচ্ছিন্ন মাথাসহ অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের টুকরো পড়ে থাকতে দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স।

দায়িত্বশীলরা জানিয়েছেন, কাটা মাথাটি ছুড়ে ওই ব্যক্তি পালিয়ে গেছে। পরে পুলিশ কাটা মাথা ও পড়ে থাকা শরীরের বিচ্ছিন্ন অংশগুলো উদ্ধার করে।

মেক্সিকোর নিরাপত্তা কর্তৃপক্ষের একজন উচ্চপদস্থ কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, মেক্সিকোর এই নির্বাচন সাম্প্রতিক সময়ে সেখানে সবচেয়ে বেশি রক্তপাত ঘটানোর জন্য দায়ী। ইতোমধ্যে ৯৭ জন রাজনীতিককে হত্যা করা হয়েছে, আরও ৯৩৫ জনের ওপর হত্যার উদ্দেশে হামলা করা হয়েছে।

নির্বাচনের বিভিন্ন কেন্দ্রে গ্রেনেড নিক্ষেপ করাসহ অস্ত্রধারীরা ঢুকে ভোটের জন্য ব্যবহৃত সামগ্রী লুটপাট করে নিয়ে গেছে বলেও খবর রয়েছে। মেক্সিকোর ওই নির্বাচনে মানুষকে ইচ্ছার বিরুদ্ধে ভোট দিতে বাধ্য করার অভিযোগও রয়েছে বিভিন্ন দলের বিরুদ্ধে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply