রফতানি নীতি সহায়তার সময় বাড়লো আরও ছয় মাস

|

করোনা মহামারি পরিস্থিতির কারণে রফতানি খাতে নীতি সহায়তার সময়সীমা আরও ছয় মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নীতি সহায়তা পাবেন রফতানিকারকরা।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে জানানো হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বলবৎকৃত রফতানি বাণিজ্যিক লেনদেন বিষয়ক নীতি সহায়তার সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রফতানি মূল্য প্রত্যাবাসন সময় ২১০ দিন পর্যন্ত রাখা হয়েছে। প্রযোজ্য সুদ হারে ব্যাক টু ব্যাক ঋণপত্রের সময়সীমা অতিরিক্ত ১৮০ দিন বাড়াতে পারবে।

এদিকে, রফতানি উন্নয়ন তহবিলের ঋণের অতিরিক্ত সময় ৯০ দিনের পরিবর্তে ১৮০ দিন পর্যন্ত বাড়ানো যাবে। পাশাপাশি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময়ে বিজিএমইএ ও বিটিএমএ এর সদস্য মিলের জন্য ইডিএফ ঋণ সীমা ৩০ মিলিয়ন মার্কিন ডলার থাকছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply