বায়োবাবল ভেঙে আবারও বিতর্কে জড়ালেন সাকিব

|

সাকিব আল হাসান। ফাইল ছবি।

দলগুলো নিছিদ্র বায়োবাবলে থাকায় দলের বাইরে থাকা কারো ইনডোরে প্রবেশে সুযোগ না থাকলেও মোহামেডানের অধিনায়ক সাকিবকে দেখা গেছে একজন ভক্তের সাথে ছবি তুলতে।

এমন ঘটনায় রুষ্ট হয়ে সিসিডিএম তদন্তের ঘোষণা দেয়। এমনকি ঘটনার ২ দিন পর ক্লাবটিকে চিঠিও দিয়েছে বোর্ড। এমনটিই জানিয়েছেন সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন।

ঢাকা প্রিমিয়ার লিগের ১২টি ক্লাবই রয়েছে বিসিবির তত্ত্বাবধানে। বোর্ডের কয়েকজন চিকিৎসকের নজরদারিতে রয়েছে বিপুল অর্থ ব্যয়ে আয়োজন করা পুরো বায়োবাবল প্রক্রিয়াটি। চার হোটেলে আছেন কমপ্লাইন্স ম্যানেজার। এরই মাঝে এমন ঘটনায় বিব্রত ক্লাব কর্মকর্তারাও।

সিসিডিএম চেয়ারম্যান কাজী এনাম জানিয়েছেন তদন্ত চলছে, ২/৩ দিনের মধ্যেই ঘটনার বিস্তারিত জানা যাবে। এদিকে কেন্দ্রিয় চুক্তি নিয়ে ধোঁয়াশা কাটেনি। সৌম্যর বাদ যাওয়ার গুঞ্জন থাকলেও, নিদিষ্ট কোনো ফরম্যাটে কারো থাকা না থাকা নিয়ে কোনো পরিষ্কার জবাব নেই।

তবে ক্লাবগুলো যেহেতু বোর্ডে তত্ত্বাবধানে আছে সেখানে সাকিব আল হাসানের নেটে ব্যাটিংয়ে সময় বাইরের বোলার থাকার ঘটনার দায় নিতে চায় না মোহামেডান।

এদিকে টেস্ট আর ওয়ানডে খেললেও সফরের শেষে অংশের টি-২০ সিরিজে কয়েকজন সিনিয়রকে বিশ্রামে রাখার গুঞ্জন চলছে ক্রিকেট পাড়ায়। তবে সাকিব টেস্ট খেলবেন না, এমন কিছু তিনি বলেননি বলে জানিয়েছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply