ইসরায়েলে নির্বাচনে কারচুপির অভিযোগ তুললেন নেতানিয়াহু

|

ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের তোড়জোড়ের মধ্যে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

নির্বাচনের দুই সপ্তাহ পর এমন অভিযোগ তুললেন তিনি। নেতানিয়াহু বলেন, ইতিহাসের নজিরবিহীন দুর্নীতি ও ভোট কারচুপি করেছে বিরোধী দল। এসময় তিনি নির্বাচনের ফলাফল মেনে না নেয়ার কথাও জানান।

তিনি আরও বলেন, তার সরকারের পরিবর্তে নতুন সরকার ক্ষমতা দখল করলে ভয়াবহ ঝুঁকিতে পড়বে দেশ। তার দাবি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ভোটকে চুরির নির্বাচন হিসেবে অভিহিত করেছে।

একই সাথে টুইটার এবং ফেসবুক কর্তৃপক্ষের বিরুদ্ধেরও অভিযোগ তোলেন নেতানিয়াহু। এসব সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরোধী দলের অনিয়মের তথ্য মুছে ফেলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply