অন্যের হয়ে জেল খাটা মিনুকে মুক্তির নির্দেশ

|

চট্টগ্রামের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি কুলসুম আক্তারের পরিবর্তে জেল খাটা নিরপরাধ মিনুকে মুক্তি দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি মূল আসামি কুলসুমকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে। এর সাথে কুলসুমের স্বাক্ষর জালিয়াতি করে যারা হাইকোর্টে জামিন আবেদন করেছেন সেই আইনজীবী ও তদবিরকারীদের তলব করেছেন আদালত।

সোমবার (৭ জুন) মামলার শুনানিতে হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মহিউদ্দিন শামীমের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।পাশাপাশি মূল আসামি কুলসুমকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে কুলসুমের স্বাক্ষর জালিয়াতি করে যারা হাইকোর্টে জামিন আবেদন করেছেন সেই আইনজীবী ও তদবিরকারীদের তলব করেছেন আদালত।

আগামী ২৮ জুন হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে তাদের ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। মিনুর আইনজীবী বলেন, গেল দুই বছরে দেশে এমন ২৬টি ঘটনা ঘটেছে। বিনা দোষে মিনুর কারাভোগের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা দাবি করেন আইনজীবী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply