বিশ্বজুড়ে টানা চতুর্থ দিনের মতো ১০ হাজারের বেশি মৃত্যু করোনায়

|

বিশ্বে করোনায় মোট প্রাণহানি ৩৫ লাখ ৬৪ হাজারের বেশি

বিশ্বজুড়ে টানা চতুর্থ দিনের মতো ১০ হাজারের বেশি মানুষ মারা গেলেন করোনাভাইরাসে। মোট প্রাণহানি ৩৭ লাখ ২৭ হাজার ছাড়াল।

ব্রাজিলে ১২শ’র কাছাকাছি মানুষের মৃত্যুতে, মোট প্রাণহানি ৪ লাখ ৭১ হাজারের কাছাকাছি। লাতিন দেশটিতে একদিনে শনাক্ত হলো আরও ৩৮ হাজারের মতো সংক্রমণ। যুক্তরাষ্ট্রে ধীরে হলেও বাড়ছে দৈনিক মৃত্যু; শুক্রবারও ৫১৭ জন মারা গেছেন করোনায়। তবে, টিকাদান কর্মসূচি বৃদ্ধি পাওয়ায়, বেশিরভাগ রাজ্যেই নিয়ন্ত্রণে এসেছে বিস্তার। আর্জেন্টিনা ও কলম্বিয়ায় ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুবরণ করেছেন ৫৩৮ জন। দুই লাতিন দেশেই নতুনভাবে শনাক্ত হয়েছে ৩০ হাজারের বেশি সংক্রমণ। গোটা বিশ্বে একদিনে আরও ৪ লাখ ১৫ হাজার মানুষের দেহে মিললো ভাইরাসটির উপস্থিতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply