রাশিয়ার গির্জায় আইএসের হামলা, নিহত ৫

|

রাশিয়ার দাগেস্তানে একটি গির্জায় গোলাগুলিতে প্রাণ গেছে ৫ নারীর। রোববারের এ হামলায় দুই নিরাপত্তারক্ষীসহ আহত হয়েছেন আরও ৫ জন।

রুশ গণমাধ্যমগুলো বলছে, কিজলেয়ার শহরের অর্থডক্স গির্জায় সান্ধ্যকালীন প্রার্থনার সময় এক ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই প্রাণ হারান চার নারী। বাকিদের আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে আরও একজনের মৃত্যু ঘটে।

হামলার সময় গির্জার নিরাপত্তারক্ষীদের পাল্টা অভিযানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় হামলাকারী। তাকে ২২ বছর বয়সী খলিল খালিলভ হিসেবে শনাক্ত করেছে পুলিশ। সে দাগেস্তানের বাসিন্দা।

পরে নিজেদের প্রচারণা ওয়েবসাইট ‘আমাক’-এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। ২০১৫ সাল থেকে রাশিয়ার দুর্গম ককেশাস পার্বত্য অঞ্চলে ঘাঁটি গেড়ে আছে আইএস। এখন পর্যন্ত বেশ কয়েকটি হামলা চালিয়েছে জঙ্গি সংগঠনটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply