শেষ ম্যাচেও বাংলাদেশের অসহায় আত্মসমর্পণ

|

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণ টাইগারদের। ৭৫ রানে হেরে ২-০ ব্যবধানে সিরিজ হেরেছে তারা। শেষ ম্যাচে লঙ্কানদের করা ২১০ রানের জবাবে ১৩৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

রোববার সিলেটে দারুণ শুরু করেন শ্রীলঙ্কান ওপেনার গুনাথিলাকা ও কুশাল মেন্ডিস। উদ্বোধনী জুটিতে দু’জনে গড়ে তোলেন  ৯৮ রানের জুটি। গুনাথিলাকা ৪২ রানে সৌম্য সরকারের বলে আউট হলেও ফিফটি তুলে ৭০ রান করেন মেন্ডিস। সঙ্গে থিসারা পেরেরার ৩১, দাসুন সানাকার ৩০ আর উপুল থারাঙ্গার ২৫ রানে ভর করে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ ২১০ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে শুরু থেকেই উল্টো পথে বাংলাদেশ। দলীয় ২২ রানেই সৌম্য, মুশফিক আর মিঠুনের উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। যা আর কাটিয়ে উঠতে পারেনি। শেষ পর্যন্ত ৬ বল বাকি থাকতেই ১৩৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply