মাইক্রোবাস-মোটরসাইকেলের দাম কমছে

|

পরিবেশবান্ধব গাড়ি ব্যবহারে সবাইকে উৎসাহিত লক্ষ্যে ২০২১-২২ অর্থবছরের বাজেটে মোটরগাড়ি ও মোটরসাইকেলের গাড়ির শুল্কহার পুনর্বিন্যাস করার প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার (৩ জুন) বেলা তিনটায় ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, মহাসড়কে নসিমন, লেগুনার মতো দুর্ঘটনাপ্রবণ যানবাহন নিরুৎসাহিত করে মাইক্রোবাসকে গণপরিবহন হিসেবে ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে। তাই বাজেটে মাইক্রোবাস আমদানিতে শুল্কহার হ্রাস করার প্রস্তাব করছি।

দেশের মোটরসাইকেল উৎপাদন শিল্পের জন্য বিদ্যমান প্রজ্ঞাপনে নতুন কয়েকটি কাঁচামাল অন্তর্ভুক্ত করে এই শিল্পকে প্রসারের জন্য কিছু সংশোধন আনা হয়েছে। এছাড়াও মোপেড নামে জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেলের শুল্কহার হ্রাস করার প্রস্তাব করেন অর্থমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply