ব্রিটিশ ম্যাগাজিন ‘ভোগ’র প্রচ্ছদে মালালা

|

ব্রিটিশ ম্যাগাজিন 'ভোগ'র প্রচ্ছদে মালালা

বিখ্যাত ব্রিটিশ ম্যাগাজিন ‘ভোগ’র প্রচ্ছদে জায়গা করে নিয়েছেন মালালা ইউসুফজাই। লাইফ স্টাইল পত্রিকাটির জুলাই এডিশনে আসছেন নোবেলজয়ী এই মানবাধিকারকর্মী।

সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা ২৩ বছর বয়সী মালালাকে সাদা-মাটা পোশাকেই দেখা যাবে। সাময়িকীতে উঠে আসবে মালালার ব্যক্তি জীবন লেখাপড়াসহ নানা বিষয়। অক্সফোর্ডের প্রত্যেক মুহূর্ত উপভোগের বিষয়টিও তিনি তুলে ধরেছেন আলাপচারিতায়।

মালালা আশা প্রকাশ করে বলেন, প্রচ্ছদটি দেখে নারীরা উজ্জীবিত হবেন। ২০১২ সালে, তালেবানের হুমকি-ধমকি উপেক্ষা করেই নারীদের শিক্ষা প্রচার চালান কিশোরী মালালা। স্কুল থেকে ফেরার সময় তালেবানের হামলার শিকার হয়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে, তাকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় লন্ডনে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply