ভারতে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে ২২ কোটির বেশি মানুষ

|

ভারতে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে ২২ কোটির বেশি মানুষ

২২ কোটি মানুষকে করোনা টিকা কার্যক্রমের আওতায় আনার মাইলফলক অর্জন করলো ভারত। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এ তথ্য।

বিবৃতিতে বলা হয়, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে দেশটির ২২ কোটি ৮ লাখ ৬২ হাজারের বেশি মানুষ। ৯৯ লাখের ওপর স্বাস্থ্যকর্মী পেয়েছেন টিকার প্রথম ডোজ। ২য় ডোজ পেয়েছেন ৬৮ লাখের বেশি। এবার শিশুদের ওপর কোভ্যাক্সিনের ট্রায়াল শুরু হয়েছে বলেও নিশ্চিত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ভারতে ২৪ ঘণ্টায় আরও ৩ হাজার ২শ’র বেশি মানুষের প্রাণ গেছে করোনায়। ১ লাখ ৩৩ হাজারের কাছাকাছি মানুষের দেহে মিলেছে ভাইরাস। দেশটিতে টানা ৭দিন ধরে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা ২ লাখের কম। ২য় দিনের মতো করোনা পজেটিভ রোগীর সংখ্যা ২০ লাখের নিচে। ভারতে মহামারিতে মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৫ হাজারের বেশি। মোট আক্রান্ত ২৮ কোটি ৩ লাখের ওপর।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply