ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছে এনআইডি সেবার দায়িত্ব

|

ইসি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাচ্ছে এনআইডি সেবার দায়িত্ব

জাতীয় পরিচয় পত্র- এনআইডির কার্যক্রম নির্বাচন কমিশনের হাত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে জানিয়েছেন কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, এনআইডি ও ভোটার লিস্ট এক জিনিস নয়, এনআইডি কার্যক্রম চালানোর মতো লোকবলও ইসির নেই।

মন্ত্রী আরও জানান, এনআইডির জন্য আবেদনের ৩০ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। আর জমে থাকা আবেদনের সুরাহা হবে ২ মাসের মধ্যে।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply