এবারের বাজেটে বরাদ্দ বাড়বে স্বাস্থ্যখাতে

|

২০২১-২২ অর্থবছরের বাজেটে ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ১৪ হাজার কোটি টাকা। এবারের বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার কোটি টাকা। ৫০ তম এই বাজেটে গুরুত্ব পাবে স্বাস্থ্যখাত। তাই এ খাতে বরাদ্দ বাড়ানো হবে। উন্নয়ন ব্যয় খাতে বরাদ্দ প্রস্তাব হবে ২ লাখ ২৫ হাজার কোটি টাকা।

বিকেল ৩টায় জাতীয় সংসদে দায়িত্বের তৃতীয় বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বাজেটে প্রাধ্যান্য পাচ্ছে জীবন এবং জীবিকা। অর্থাৎ করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের টেনে তুলতে বাজেটে থাকবে উদ্যোগ। এবারের বাজেটের সম্ভাব্য রাজস্ব আয় লক্ষ্য ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা।

বাজেট নিয়ে এনবিআরের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাজেটের বিশাল ঘাটতি মেটাতে বাড়ছে বৈদেশিক ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রাও। যার আকার ৯৭ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের চেয়ে কমিয়ে ব্যাংক ঋণ গ্রহণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ৭৬ হাজার কোটি টাকা। আর সঞ্চয়পত্র থেকে নেয়া হবে ৩২ হাজার কোটি টাকা। যা গেল অর্থবছরের মূল বাজেটের লক্ষ্যের চেয়ে ৭ হাজার কোটি টাকা বেশি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply