ভাসানচরে রোহিঙ্গাদের দেখভালে যুক্ত হচ্ছে জাতিসংঘ

|

ভাসানচরে রোহিঙ্গাদের দেখভালে যুক্ত হচ্ছে জাতিসংঘ

ভাসানচরে রোহিঙ্গাদের দেখভালে যুক্ত হচ্ছে জাতিসংঘ। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার ফর প্রটেকশন গিলিয়ান ট্রিগস।

ঢাকা সফরের শেষ দিনে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে বলেন, মিয়ানমারের সামরিক শাসন থাকায় পরিস্থিতি জটিল। তাদের সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুতে সুনির্দিষ্টভাবে আলোচনা করা সম্ভব হচ্ছে না। এমন অবস্থায় তৃতীয় কোন দেশে রোহিঙ্গাদের প্রত্যাবাসন করা যেতে পারে।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, চার বছরেও দেশে ফিরতে না পারায় হতাশ রোহিঙ্গারা। বাংলাদেশের প্রত্যাশা, দ্রুতই ভাষানচরের রোহিঙ্গাদের জন্য অর্থায়ন করবে জাতিসংঘ।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply