টুলসায় কৃষ্ণাঙ্গ নিধন নিয়ে মুখ খুললেন বাইডেন

|

প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ওকলাহোমার টুলসায় কৃষ্ণাঙ্গ নিধন নিয়ে মুখ খুললেন জো বাইডেন। মঙ্গলবার ওই ঘটনার শততম বার্ষিকীর আয়োজনে যোগ দেন তিনি।

১৯২১ সালের ৩১ মে ও ১ জুন টুলসার গ্রিনউডে কৃষ্ণাঙ্গদের ওপর ব্যাপক তাণ্ডব চালায় একদল উগ্র শ্বেতাঙ্গ গোষ্ঠী। হত্যা করে ৩ শতাধিক আফ্রো-আমেরিকানকে। আহত হয় বহু কৃষ্ণাঙ্গ। ব্ল্যাক ওয়াল স্ট্রীট নামে পরিচিত কৃষ্ণাঙ্গ গোষ্ঠীটির বাড়িঘর লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ ঘটনায় গৃহহীন হয়ে পড়ে প্রায় ১০ হাজার মানুষ। দুইদিনের সহিংসতার ইতিহাস একরকম মুছে ফেলা হয় যুক্তরাষ্ট্রের ইতিহাস থেকে। অনেক তথ্য ও নথিপত্রই গায়েব হয়ে যায়।

গত বছর ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সময় আবারও সামনে আসে কৃষ্ণাঙ্গ নিপীড়নের ভয়াবহ এই ঘটনা। নিহতদের স্মরণে প্রথম প্রেসিডেন্ট হিসেবে গ্রিনউড কালচারাল সেন্টার পরিদর্শন করেন প্রেসিডেন্ট বাইডেন। আশ্বাস দেন বর্ণবৈষম্য কমিয়ে আনার।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply