বিশ্বজুড়ে করোনায় আরও ১০ হাজারের বেশি প্রাণহানি

|

ছবি: প্রতীকী

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আরও ১০ হাজারের বেশি প্রাণহানি ঘটেছে। মহামারিতে মোট মৃত্যু ছাড়িয়েছে ৩৫ লাখ ৭৫ হাজার। ২৪ ঘণ্টায় ৪ লাখ ৩৩ হাজারের কাছাকাছি সংক্রমণ শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি ১৮ লাখ ৯৯ হাজারের বেশি।

ব্রাজিলে একদিন পর আবারও বেড়েছে প্রাণহানি। মঙ্গলবার ২ হাজার ৩শ’র বেশি মানুষ মারা গেছে দেশটিতে। প্রায় ৭৮ হাজার মানুষের দেহে মিলেছে ভাইরাসটি। ৪ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে দেশটির মোট মৃত্যু।

এদিকে, কোভিডে-১৯ এ আরও ৬৪০ জনের মৃত্যু দেখেছে আরেক লাতিন দেশ আর্জেন্টিনা। কলম্বিয়ায় মৃত্যু হয়েছে ৫২৩ জনের। যুক্তরাষ্ট্রে আরও কমেছে করোনার দাপট। মঙ্গলবার ২৪৭ জনের মৃত্যু ও সাড়ে ১০ হাজারের কিছু বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে করোনার সবচেয়ে বড় শিকার দেশটিতে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply