সিলেটের মাঠ দেখে হাথুরু’র আক্ষেপ

|

চারদিকে উঁচু-নিচু টিলা ও চা বাগানের নয়নাভিরাম সৌন্দর্যে আক্ষেপই প্রকাশ করলেন হাথুরু। এতদিন বাংলাদেশ দলের প্রধান কোচ থেকেও কেন তিনি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আসেননি, সেই আক্ষেপ!

সাড়ে তিন বছর বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন থাকলেও সিলেটে আসেননি কখনও। চোখ জুড়ানো মাঠ দেখে হাথুরু বলেন, “দারুণ একটা মাঠ। বেশ হতবাক হলাম, গত সাড়ে তিন বছরে আমি এখানে আসিনি।”

এর আগে বাংলাদেশ ক্রিকেট দল এই ভেন্যুতে খেলেনি। ফলে হাথুরুরও আসা হয়নি। শ্রীলংকা দলও এই প্রথমবারের মতো এই ভেন্যুতে খেলবে।

চার বছর আগে ২০১৪ সালে টি২০ বিশ্বকাপে প্রথমবারের মতো এখানে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। তবে বাংলাদেশের কোনো খেলা পড়েনি এই ভেন্যু।

তবে উইকেট দেখে তিনি এখনও এর ধরণ-ধারণ আঁচ করতে পারছেন না। লংকান কোচ বলেন, “কিছু বলতে পারছি না। এখনো শতভাগ প্রস্তুত হয়নি উইকেট। আবার কাল (রোববার) এসে দেখবো।”

যমুনা অনলাইন: এফএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply