উত্তরে করোনার নতুন হটস্পট নওগাঁ; শনাক্তের হার ৪৫ শতাংশ

|

উত্তরে করোনার নতুন হটস্পট নওগাঁ; শনাক্তের হার ৪৫ শতাংশ

সাত জেলায় লকডাউনের ব্যাপারে এখনও সিদ্ধান্ত নিতে পারেনি জেলা প্রশাসন। যদিও এনিয়ে বৈঠক হয়েছে একাধিক। আজও বৈঠক হবার কথা। এরমাঝে উত্তরের কয়েক জেলায় টেনে ধরা যাচ্ছে না করোনা সংক্রমণের লাগাম। নতুন হটস্পট হিসেবে উঠে এসেছে নওগাঁর নাম। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪৫ শতাংশ।

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১৪৮ জনের পরীক্ষা করে ৬৭ জনের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। সবথেকে বেশি সংক্রমণ নিয়ামতপুরে। ২৪ ঘণ্টায় সেখানে সনাক্তের হার প্রায় ৫০ শতাংশ। ৫৫টি নমুনা পরীক্ষা করে করোনা ভাইরাস পাওয়া গেছে ২৭ জনের শরীরে। উপজেলার কয়েকটি গ্রাম লকডাউন করেছে প্রশাসন। শনাক্তের দিকে দ্বিতীয়তে সদর।

তবে আগের মতোই রেডজোনে নাটোর। পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে সেখানে। গেল ২৪ ঘণ্টায় সংক্রমণ বেড়ে হয়েছে ৫৩ শতাংশ। ৩২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

এদিকে হাসপাতালে বাড়ছে কোভিড রোগীর সংখ্যা। নাটোর সদর হাসপাতালের করোনা ইউনিটের ৩১ বেডের খালি নেই একটিও। এদিকে রাজশাহীতেও সংক্রমণ বেড়েছে। গতকাল যে হার ছিল ৩০ আজ তা বেড়ে হয়েছে ৪২ শতাংশ।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply