ইয়াসের প্রভাবে লোকালয়ে সুন্দরবনের অজগর

|

ইয়াসের প্রভাবে লোকালয়ে সুন্দরবনের অজগর

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে সুন্দরবন থেকে লোকালয়ে ভেসে এলো একটি অজগর।

সোমবার সকালে মোংলার চিলা ইউনিয়নের গিলারখালকুল গ্রাম থেকে সাপটি উদ্ধার করে বন বিভাগ। অজগরটি ওই গ্রামের বাসিন্দা রাসেল হাওলাদারের বসতঘরের মুরগীর খোপ থেকে দুটি মুরগী খেয়ে ফেলে। মেরে ফেলে ৫টি হাসও। খবর পেয়ে অজগরটি উদ্ধার করে সুন্দরবনের শ্যালা নদীর পাড়ে গহীন বনে ছেড়ে দেয় বন বিভাগ।

বাগেরহাট পূর্ব চাঁদপাই রেঞ্জের এসিএফ এনামুল হক বলেন, অজগরটির ওজন প্রায় ১২ কেজি। লম্বায় ৯ ফুট।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply