রাজনৈতিক দলের সংঘর্ষে সাংবাদিক মারা যাবেন, এটা মেনে নেয়া যায় না: উচ্চ আদালত

|

রাজনৈতিক দলের দুটি গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক মারা যাবেন, এটা মেনে নেয়া যায় না, সোমবার জামিন প্রার্থী দুই আসামির আবেদনের শুনানি শেষে একথা বলে ক্ষোভ প্রকাশ করেন উচ্চ আদালত।

গত ১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের নির্বাচন কেন্দ্রিক সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান স্থানীয় সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কির।

সেই হত্যা মামলার দুই আসামি জামিন চাইতে আসেন হাইকোর্টে। সোমবার শুনানি শেষে, মুজাক্কির হত্যা মামলার দুই আসামির জামিন আবেদন নামঞ্জুর করেছেন উচ্চ আদালত। আদালত উষ্মা প্রকাশ করে বলেছেন, গুলিবিদ্ধ সাংবাদিক সাহায্য চাইলো, অথচ কেউ এগিয়ে না গিয়ে ভিডিও করলো, তাহলে মানবিকতা কোথায়?

সোমবার শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি শামীম মহিউদ্দিনের নেতৃত্বাধীন হাইকোর্ট ভার্চুয়াল বেঞ্চ এই হত্যা মামলার দুই আসামি ইকবাল বাহার চৌধুরী ও সিরাজুল হককে জামিন দেননি।

উল্লেখ্য, সাংবাদিক বুরহান হত্যা মামলায় ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply