গুজরাটে পুকুরে মিললো বিশাল আকারের কুমির

|

গুজরাটে পুকুরে মিললো বিশাল আকারের কুমির

ভারতের একটি পুকুরে মিললো বিশাল আকারের কুমির। গুজরাটের ভাদোদারার একটি গ্রামে মেলে এর সন্ধান।

স্থানীয় বনবিভাগ জানায়, পুকুরে এক নারী কাপড় ধোয়ার সময় তাকে আক্রমণ করে কুমিরটি। এসময় তার চিৎকারে ছুটে আসে গ্রাসবাসী। পরে কুমিরটি দেখতে পেয়ে বন বিভাগকে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুকুর থেকে উদ্ধার করা হয় সাড়ে ৫ ফুট দীর্ঘ কুমিরটিকে।

পরে স্থানীয় পার্কে নিয়ে ছেড়ে দেয়া হয় প্রাণিটিকে। কুমিরটি পুকুরে কীভাবে আসলো সেই সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি বন বিভাগ। তবে তাদের ধারণা, কুমিরের আবাসস্থল সুরক্ষিত না থাকার কারণেই লোকালয়ের পুকুর বা জলাশয়ে চলে এসেছে প্রাণীটি।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply