পার্বত্য এলাকার সবচেয়ে বড় গণহত্যার ৩৭ বছর আজ

|

পার্বত্য এলাকার সবচেয়ে বড় গণহত্যার ৩৭ বছর আজ। যা ‘ভূষণছড়া গণহত্যা’ নামে পরিচিত।

১৯৮৪ সালের এইদিনে তৎকালীন শান্তিবাহিনী’র নৃশংস গণহত্যার শিকার হন রাঙামাটির দুর্গম এই এলাকার ৪’শ বাঙালি। বেঁচে যাওয়া বাসিন্দারা আজও ভুলতে পারেননি নারকীয় তাণ্ডবের ভয়াল সেই স্মৃতি।

রাঙামাটি জেলা সদর থেকে নদী পথে ৭৬ কিলোমিটার পাড়ি দিয়ে ছোট হরিণা। আরও ৫ কিলোমিটার ভেতরে ছোট্ট জনপদ ভূষণছড়া। প্রায় ৩৭ বছর আগে এখানে ঘটে পার্বত্য অঞ্চলের সবচেয়ে বড় রক্তক্ষয়ী সংঘাত। স্থানীয় অনেকের কাছে যা ‘ভূষণছড়া গণহত্যা’ নামে পরিচিত। তাদের ভাষ্য, ভোর ৪টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত হত্যা করা হয় প্রায় ৪শ’ বাঙালিকে।

স্থানীয় অনেকে জানান, ১৯৮৪ সালের ওই ঘটনায় নিশ্চিহ্ন হয়ে গেছে শতাধিক পরিবার। পাহাড় ছেড়ে পালিয়ে যায় ১৬শ’ বাঙালি পরিবার। থেকে যাওয়াদের মাঝে বিরাজ করে আতঙ্ক। নজিরবিহীন হত্যাকাণ্ডের পরও কেউ মামলা করেনি ভয়ে। প্রশাসন জিডি করলেও ক্ষতিপূরণ পায়নি ক্ষতিগ্রস্ত কেউ।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে ১৯৯৭ সালে শান্তিচুক্তির আগ পর্যন্ত ভূষণছড়া ছাড়াও রাজনগর, পাকুয়াখালী ও দীঘিনালায় অসংখ্য গণহত্যার ঘটনা ঘটে। এতোদিন যেসব থেকে গেছে লোকচক্ষুর অন্তরালে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply