বিমান দুর্ঘটনায় সস্ত্রীক প্রাণ হারালেন ‘টারজান’

|

বিমান দুর্ঘটনায় সস্ত্রীক প্রাণ হারালেন ‘টারজান’

বিমান দুর্ঘটনায় জনপ্রিয় টিভি সিরিজ টারজানের অভিনেতা জো লারা ও তার স্ত্রীসহ সাতজন নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিলে শহরের একটি লেকে স্থানীয় সময় বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, ‍যুক্তরাষ্ট্রের ন্যাশভিল শহরের কাছের একটি লেকে বিমানটি ধসে পড়ে।

রাদারফোর্ড কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ টিম জানিয়েছে, ন্যাশভিল শহর থেকে প্রায় ১২ মাইল দূরে পতিত হয় প্লেনটি। বিমানে সাতজন যাত্রী থাকার কথা নিশ্চিত করেছে ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যায় উদ্ধারকারী দল বলেছে, কেউই বেঁচে নেই বলে আমরা আশঙ্কা করছি। বিমানের কয়েক খণ্ড ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে।

মার্কিন টিভি সিরিজ টারজানে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন লারা। মার্শাল আর্টিস্ট হিসেবেও সুখ্যাতি ছিল তার। মাত্র ৫৮ বছর বয়সে মৃত্যু হল। দুর্ঘটনায় নিহত জো লারা ১৯৮৯ সালের টিভি সিনেমা ‘টারজান ম্যানহাটনে’ অভিনয় করেন। এরপর তিনি টিভি সিরিজ ‘টারজান : দ্য এপিক অ্যাডভেঞ্চার্স’ এ অভিনয় করেন।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply