আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকার এবারের আসর

|

করোনার কারণে আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকার এবারের আসর। গতকাল রোববার (৩০ মে) রাতে আনুষ্ঠানিক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।

তবে বিকল্প আয়োজক দেশের নামও চূড়ান্ত করেনি সংস্থাটি। আগামী ১৩ জুন আসর শুরু হওয়ার কথা ছিলো কলম্বিয়া ও আর্জেন্টিনায়। কিন্তু সরকার বিরোধী সহিংস আন্দোলনের কারণে প্রথমে কলম্বিয়ার নাম স্বাগতিকের তালিকা থেকে বাদ দেয় কনমেবল। এরপর একক আয়োজক হওয়ার কথা ছিলো আর্জেন্টিনার। কিন্তু দেশটিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় চলছে কঠোর বিধিনিষেধ; বন্ধ আছে ঘরোয়া ফুটবল কার্যক্রম। তাই আর্জেন্টিনার নামও তালিকা থেকে বাদ দেয় কনমেবল।

বিকল্প আয়োজক হিসেবে চিলি ও যুক্তরাষ্ট্রের নাম আসছে বিভিন্ন গণমাধ্যমে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply