বরগুনায় বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

|

বরগুনা প্রতিনিধি:

‘ত্রাণ নয় টেকসই বেড়িবাঁধ নির্মাণ চাই’ এই শ্লোগানকে সামনে রেখে বরগুনায় টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা। রবিবার সকাল ১১ টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন করে তারা।

২০০৭ সালে সুপার সাইক্লোন সিডরের পর জাপান সরকারের অর্থায়নে পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের বাইরে খাকদন নদীর উত্তর পাড়ে ব্যারাকসহ আশ্রয়ণ প্রকল্প নির্মাণ করে দেয় সরকার। বেড়িবাঁধের বাইরে ঘরগুলো অবস্থিত হওয়ায় স্বাভাবিক জোয়ারের পানিতে বসতঘর প্লাবিত হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়ে এসকল পরিবার। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলোচ্ছ্বাসে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। টেকসই বেড়িবাঁধ নির্মাণ করলে এই কষ্ট আর থাকবে না। তাই দ্রুত বেড়িবাঁধ নির্মাণ করার দাবি জানায় তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply