ছোটোবেলার ক্রিকেট নায়কদের সাথে খেলতে না পারার আফসোস শচীনের

|

ছবি: সংগৃহীত।

ভারতে মাস্টারব্লাস্টার খ্যাত শচীন টেন্ডুলকার সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সফলতার তালিকায় দু’টি আফসোসের কথা জানান। যা হলো তার ছোটোবেলার ক্রিকেট নায়কদের সাথে খেলতে না পারা।

ভারতের কিংবদন্তি সুনীল গাভাস্কার ও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ভিভ রিচার্ডের সাথে খেলতে না পারা তার ক্যারিয়ারের দু’টি বড় আফসোস বলে জানান শচীন।

২০১১ সালে বিশ্বকাপ শিরোপা জেতা কিংবদন্তি শচীন যখন নিজের ক্যারিয়ার শুরু করেন তখন গাভাস্কার ও রিচার্ড দু’জনই তাদের ক্যারিয়ারের দ্বারপ্রান্তে ছিলেন। তাই, তাদের দু’জনের সাথেই মাঠে আর খেলা হয়ে উঠেনি শচীন টেন্ডুলকারের।

শচীন নিজের ক্যারিয়ার সাজিয়েছেন অসংখ্য প্রাপ্তি দিয়ে যা তাকে বানিয়েছে ভারতের ক্রিকেট ঈশ্বর। কিন্তু, ক্যারিয়ারের এই সফলতাগুলোর মাঝে তার দুই ক্রিকেট নায়ক ও ক্রিকেট কিংবদন্তিদের সাথে খেলতে না পারাকে এক বড় আফসোস হিসাবে দেখেন শচীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply