প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে ব্রাজিলে বিক্ষোভ

|

করোনা মোকাবেলায় ব্যর্থতার কারণে প্রেসিডেন্ট জেইর বলসোনারোর বিদায়ের দাবি উঠেছে ব্রাজিলে। প্রেসিডেন্টের অভিশংসনের দাবিতে গতকাল শনিবার (২৯ মে) বড় ধরনের বিক্ষোভ হয় দেশটিতে।

রাজধানী ব্রাসিলিয়া, রিও ডি জেনিরোসহ বেশ কিছু শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ। প্রেসিডেন্টের কুশপুত্তলিকা, প্ল্যাকার্ড ও ড্রাম নিয়ে সরকারবিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। জরুরি ভিত্তিতে ভ্যাকসিন ও আর্থিক সহযোগিতা দেয়ার জোর দাবিও তাদের। কয়েক জায়গায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ।

করোনা মহামারি নিয়ন্ত্রণে বলসোনারোর ব্যর্থতা বরাবরই সমালোচিত হয়েছে। এবার সংক্রমণ ফের বাড়লেও লকডাউন তুলে নেয়া ও ভ্যাকসিন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply