আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডের দোরগোড়ায় ক্রিস্টিয়ানো রোনালদো

|

ইরানের কিংবদন্তী স্ট্রাইকার আলী দাইয়ীকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি নিজের করে নিতে মুখিয়ে আছেন পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। আর ৬টি গোল করলেই দাইয়ীকে স্পর্শ করবেন তিনি।

আগামী ১১ জুন মাঠে গড়াবে ইউরোর এবারের আসর। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ২০১৬ সালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতা পর্তুগালের মুকুট ধরে রাখার মিশন। ‘ই’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ জার্মানি ও ফ্রান্স।

পর্তুগালের হয়ে বর্তমানে সিআরসেভেনের গোলসংখ্যা ১০৩টি। আর ৬টি গোল হলেই আন্তর্জাতিক ফুটবলে ইরানের আলী দাইয়ীর গড়া ১০৯ গোলের রেকর্ড স্পর্শ করবেন তিনি। এবারের ইউরোর বাছাইপর্বে ৮ ম্যাচে ১১ গোল করেছেন এই পর্তুগীজ গোলমেশিন।

এবার রোনালদোর সঙ্গে পর্তুগাল দলে আছেন বিশ্বমানের ফরোয়ার্ড জোয়াও ফেলিক্স, দিয়োগো জটা, ব্রুনো ফার্নান্দেস ও আন্দ্রে সিলভা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply