আজ আসছে না ফাইজারের টিকা, সময় লাগবে দশ-বারোদিন

|

ফাইজারের ভ্যাকসিন আজ আসছে না। এটি পেতে দশ থেকে বারোদিন পর্যন্ত সময় লাগতে পারে।

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিন আজ রোববার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত বুলেটিনে এ কথা জানান।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানিয়েছিলেন, কোভ্যাক্স’র এক লাখ ডোজ ফাইজার টিকা আজ রোববার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছাবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ মে) ঔষধ প্রশাসন অধিদফতর জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকার অনুমোদন দেয়। ওষুধ প্রশাসন থেকে এখন পর্যন্ত দেশে জরুরি ব্যবহারের জন্য চারটি করোনা টিকা অনুমোদন দিয়েছে। এর আগে অক্সফোর্ডের টিকা দেওয়া শুরু হয় ২৭ জানুয়ারি। আর গত মঙ্গলবার (২৫ মে) থেকে চীনের টিকা দেওয়া শুরু হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply