বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের টিকাদান শুরু

|

বাংলাদেশে অবস্থানরত চীনা নাগরিকদের টিকাদান শুরু হয়েছে। চীনের দেয়া ৫ লাখ সিনোফার্মের ভ্যাকসিন থেকে এই কার্যক্রম চলছে।

শনিবার (২৯মে) সকালে রাজধানীর ঢাকা মেডিকেল ও মুগদাসহ সরকারি হাসপাতালে শুরু হয় চীনা নাগরিকদের টিকাদান। শুধু শনি ও রবিবার দুদিন তাদের করোনার টিকা দেয়া হবে। বাংলাদেশে বসবাসরত চীনের প্রায় পনেরো হাজার নাগরিককে সিনোফার্মের ভ্যাকসিন দেয়ার অনুরোধ জানিয়েছে দেশটি। সে অনুযায়ী দুই ডোজ হিসেবে প্রায় ৩০ হাজার টিকা বরাদ্দ করা হয় চীনা নাগরিকদের জন্য।

অবশিষ্ট টিকা স্বাস্থ্যকর্মীদের দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। গেলো বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষার্থীদের জন্য চীনের সিনোফার্মের টিকা কার্যক্রম উদ্ধোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply