পানিতে দাঁড়িয়ে জুমার নামাজ পড়লো জলমগ্ন সাতক্ষীরার মানুষ

|

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে দেশের বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার ঘটনা ঘটেছে। খুলনা, সাতক্ষীরা, ভোলা অঞ্চলের বেশ কিছু এলাকার মানুষ এখনও পানিবন্দি। ডুবে গেছে মানুষের বসতবাড়ি, ফসলি জমি। মসজিদ ডুবে যাওয়ায় গতকাল শুক্রবার (২৮ মে) সাতক্ষীরার আশাশুনির উপজেলার প্রতাপনগর ইউনিয়নের একটি মসজিদে মুসল্লিরা কোমর পানিতে দাঁড়িয়ে জুমার নামাজ পড়েছেন।

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে প্রতাপনগর ইউনিয়নের বেড়িবাঁধের নয়টি পয়েন্ট ভেঙে বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে জোয়ার-ভাটা চলছে। এবারের ঘূর্ণিঝড়ে নদীতে অন্যান্য সময়ের চেয়েও পানির উচ্চতা অন্তত তিন ফুট বেশি। ফলে এই অঞ্চলের প্রায় ৩০ হাজার মানুষ ভাসছে পানিতে।

প্রয়োজনীয় পদক্ষেপের অভাবে প্রতি বছরই দুর্যোগের সময় এমন পরিস্থিতিতে পড়তে হয় বলে দাবি করেন স্থানীয়রা। তারা বলেন, প্রশাসনের উচিত ছিলো ঝুঁকিপূর্ণ এই বাঁধটি ঘূর্ণিঝড়ের আগেই সংস্কার করা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply