বোন হত্যার প্রতিশোধ নিতে গাড়ি থামিয়ে চিকিৎসক দম্পতিকে গুলি করে হত্যা

|

ভারতের রাজস্থান রাজ্যের ভারতপুরে এক চিকিৎসক দম্পতিকে গাড়ি থামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার (২৮ মে) শহরের একটি ব্যস্ত সড়কে বিকারের দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার।

খবরে বলা হয়, বাইকে করে আসা দুই ব্যক্তি ওই চিকিৎসক দম্পতির গাড়ি থামায়। তারপর তাদের ওপর গুলি চালায়। সেখানকার একটি সিসিটিভির ফুটেজে এই ঘটনা ধরা পড়েছে।

খবরে আরও বলা হয়, স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রথমে বাইকের দুই আরোহী ওই চিকিৎসক দম্পতির গাড়িকে ওভারটেক করে সামনে চলে যায়। এরপর তারা গাড়িটি থামিয়ে দেয়। সে সময় গাড়িতে থাকা ব্যক্তি জানালার কাচ নামিয়ে কথা বলতে গেলেই তাদের ওপর এলোপাথাড়ি একের পর এক গুলি চালানো হয়। তাদের হত্যার পরেই বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতকারীরা।

পুলিশ জানিয়েছে, ২ বছর আগে এক মহিলার খুনের ঘটনায় নাম জড়িয়েছিল ওই দম্পতির। ওই নারীর সঙ্গে চিকিৎসকের সম্পর্ক ছিল বলে অভিযোগ ওঠে। যে ব্যক্তিকে গুলি চালাতে দেখা গিয়েছে সে ওই মহিলার ভাই বলে চিহ্নিত করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে পুলিশি অভিযান চলছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply