‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসবের সমাপ্তি, পদক পেল ‘হালদা’

|

পরিচালক তৌকির আহমেদের ‘হালদা’ চলচ্চিত্রের প্রদর্শনীর মাধ্যমে শেষ হলো ‘আমার ভাষার চলচ্চিত্র’ উৎসব। গত ১২ থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে ছয় দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। এ বছর ছিল উৎসবের ১৭-তম আসর।

এবারের উৎসবে দুই বাংলার ধ্রুপদি ও সমসাময়িক মিলিয়ে মোট ২০টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। শনিবার, বিকালে সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান ২০১৭ সালের শ্রেষ্ঠ বাংলা চলচ্চিত্র মনোনীত ‘হালদা’র পরিচালক তৌকির আহমেদের হাতে ‘হীরালাল সেন পদক’ তুলে দেন।

আয়োজন সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক সৌরভ সরকার জানান, আমাদের স্বপ্নটা অনেক বড়। বাংলা চলচ্চিত্রকে কত সহজে মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া যায় সেটাই আমাদের চেষ্টা। এবারের আয়োজনে আমরা সন্তুষ্ট।

ছাত্র সংগঠন হওয়ার কারণে অনেক সময় প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায় না উল্লেখ করে সৌরভ বলেন, আমরা এবার টিকিটের মূল্য ধরেছিলাম ৩০ টাকা। আমাদের ইচ্ছা এটা আরও কমানো, যেন সবাই এখানে এসে ভালো চলচ্চিত্র দেখতে পারে।

শুধু বাংলা ভাষার চলচ্চিত্র নয়, বাংলাদেশের অন্যান্য নৃ-গোষ্ঠীর ভাষার চলচ্চিত্রের বিকাশে কাজ করার আগ্রহ জানিয়ে তিনি বলেন, সাংস্কৃতিক আগ্রাসনের যুগে বাংলা চলচ্চিত্রকে টিকিয়ে রাখতে মানুষকে সিনেমা হল মুখী করতে হবে। বাংলা চলচ্চিত্রের ঐতিহ্যের সাথে মিল রেখে উৎসবের প্রচারণায় আমরা ক্যানভাসিং করেছি, পোস্টারিং করেছি।

সমসাময়িক সিনেমাগুলোর প্রদর্শনীতে বেশি সাড়া পাওয়ার কথা জানিয়ে সৌরভ বলেন, এবারের আসরে আমরা দুয়েকটি বাণিজ্যিক সিনেমাও দেখিয়েছি। সেগুলোর চেয়ে ভিন্ন ধরনের গল্পের রুচিশীল সিমেনার দর্শক বরং বেশি ছিল।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply