নারীদের নিয়ে হুমায়ূন আহমেদের কিছু উক্তি

|

বাংলা সাহিত্যের ইতিহাসে অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখাতে উঠে এসেছে বিভিন্ন বিষয়ে তাঁর ব্যক্তিগত মতামত, দৃষ্টিভঙ্গি এমনকি রসিকতাও। নারী বিষয়ে হুমায়ূনের এমন ৫টি উক্তি পাঠকের জন্য তুলে দেয়া হলো।

মেয়েদের আমি কখনও খুশি হলে
সেই খুশি প্রকাশ করতে দেখি নি।
একবার একটা মেয়ের
সাথে সঙ্গে কথা হয়েছিল।
সে ইন্টারমিডিয়েটে ছেলে-মেয়ে
সবার মধ্যে ফার্স্ট হয়েছে।
আমি বললাম, কি খুশি তো?
সে ঠোঁট উল্টে বলল,
“উঁহু বাংলা সেকেন্ড পেপারে
যা পুওর নাম্বার পেয়েছি।
জানেন, মার্কশিট দেখে কেঁদেছি।”

—————————-

পৃথিবীতে সব নারীদের ডাক উপেক্ষা
করা যায়,
কিন্তু ‘মা’ এর ডাক উপেক্ষা করার
ক্ষমতা প্রকৃতি আমাদের দেয়নি।”

—————————-

যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায়
সেই প্রকৃত রূপবতী।

—————————-

মেয়েরা ব্যাক্তিগত চাহিদার কাছে
কখনো পরাজিত হয় না।

—————————-

কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মত।

—————————-

চট করে কারও প্রেমে পড়ে
যাওয়া কোনো কাজের কথা না।
অতি রূপবতীদের কারও
প্রেমে পড়তে নেই। অন্যরা
তাদের প্রেমে পড়বে, তা-ই
নিয়ম।

—————————-

মেয়েদের মন পৃথিবীর সবচেয়ে স্পর্শকর
জায়গা। এই মন অনেক
কঠিন বিষয় সহজে মেনে নেয়, আবার
অনেক সহজ বিষয়
সহজে মেনে নিতে পারে না।

—————————-

গল্প উপন্যাস হল অল্প বয়সী মেয়েদের
মাথা খারাপের মন্ত্র।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply