মাশরাফীর রেকর্ড ভাঙ্গা হলো না সাকিবের

|

আর একটি উইকেট শিকার করতে পারলেই দেশের জার্সিতে মাশরাফীর রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়বে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কিন্তু মাশরাফীর সেই রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়তে ব্যর্থ হলেন মিস্টার অলরাউন্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে একটি উইকেট পেলেই দেশের জার্সিতে সর্বোচ্চ উইকেট শিকারি হয়ে যেতেন সাকিব আল হাসান। কিন্তু এ ম্যাচে লঙ্কান ব্যাটাররা খুব দেখেশুনে খেলেছেন সাকিব আল হাসানের বল। ১০ ওভার বল করে ৪৮ রান দিলেও উইকেটের দেখা পায়নি সাকিব। তবে তার করা ওভারে রান আউট হয়েছেন লঙ্কান ব্যাটার নিরোশন ডিকওয়েলা।

ঘরের মাঠে ২১১ ম্যাচে সাকিবের শিকার ২৬৯ উইকেট। আর ২২০ ম্যাচ খেলে দেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মাশরাফীর ঝুলিতে রয়েছে ২৭০ উইকেট। তবে এশিয়া একাদশের হয়ে এক উইকেট শিকার করেছিলেন ম্যাস। সেটি বিবেচনায় আসছে না। তাই দেশের জার্সিতে ২৬৯ উইকেটই ধরা হচ্ছে মাশরাফীর শিকার।

অন্যদিকে, এক ভেন্যুতে সর্বোচ্চ ১২২ উইকেটের রেকর্ডের মালিক ওয়াসিম। সাকিবও ১২২ উইকেট পেয়েছে, তবে আজকের ম্যাচে উইকেট পেলে আকরামের রেকর্ড ভেঙ্গে এই রেকর্ডের মালিক হতে পারতেন সাকিব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply