করোনায় স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরামর্শ বিএনপি’র

|

করোনায় স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরামর্শ বিএনপি'র

করোনাকালীন বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরামর্শ দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির বাজেট ভাবনা নিয়ে সংবাদ সম্মেলনে এ পরামর্শ দেন তিনি। বলেন, স্বাস্থ্য খাতে জিডিপি’র ৫ শতাংশ ব্যয় করতে হবে।

মির্জা ফখরুল বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতেও বরাদ্দ বাড়াতে হবে। করোনায় যেসব খেটে খাওয়া মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের নগদ প্রণোদনা দিতে হবে। অর্থ সংকুলানে বাজেট ঘাটতি ও জিডিপির তুলনায় ঋণের অনুপাত সহনীয় রাখার তাগিদ দেন তিনি। বলেন, অপ্রয়োজনীয় ব্যয় কমাতে হবে। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উৎস থেকে বিদেশী অনুদান বাড়াতে চেষ্টা করার পরামর্শ দেন মির্জা ফখরুল।

এনএনআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply