টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ; দল থেকে বাদ পড়েছেন লিটন

|

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। এই ম্যাচে জিতে হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচার টার্গেটেই মাঠে নামবে সফরকারীরা। অন্যদিকে এই ম্যাচে হেরে গেলেই বিশ্বের অষ্টম ক্রিকেট দল হিসেবে টাইগারদের কাছে হোয়াইটওয়াশ হবে শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ক বলেন, টস জিতে ব্যাটিং নেওয়ার একটাই কারণ দলের ছেলেরা বেশ আত্মবিশ্বাসী। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে একটা বড় টার্গেট ছুড়ে দিতে চাই আমরা।

লঙ্কানদের বিপক্ষে প্রথমবারের মত সিরিজ জিতে ইতিমধ্যেই নিজেদের ক্রিকেট ইতিহাসের মুকুটে নতুন পালক যুক্ত করেছে বাংলাদেশ।

গেল দুই ম্যাচে টাইগার ওপেনার লিটন কুমার দাস নিজের সামর্থ্যের প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় এই ম্যাচে তার জায়গা দখল করেছেন নাঈম শেখ। আর সাইফউদ্দিনের জায়গায় বল হাতে প্রতিপক্ষের ব্যাটারদের আক্রমণ করবেন তাসকিন আহমেদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply